ইন্দুরকানী উপজেলা অবস্থান: ২২°৩১´ থেকে ২২°৪০´ উত্তর অক্ষাংশ এবং ৯০°০১´ থেকে ৯০°০৭´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে পিরোজপুর সদর উপজেলা, দক্ষিণে মঠবাড়ীয়া, ভান্ডারিয়া উপজেলা, পূর্বে পিরোজপুর সদর ও ভান্ডারিয়া উপজেলা, পশ্চিমে মোরেলগঞ্জ উপজেলা ও বলেশ্বর নদী। শিক্ষা প্রতিষ্ঠান: ইন্দুরকানী ডিগ্রি কলেজ (২০০১), এইচএফ টেকনিক্যাল ও বিএম কলেজ (১৯৯৬), ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়, পারেরহাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয় (১৯২১), সেতারা স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় (১৯৯৮), মেহেরউদ্দিন পাইলট মাধ্যমিক বিদ্যালয় (১৯৪৯), দক্ষিণ ইন্দুরকানি এসএমএ মাধ্যমিক বালিকা বিদ্যালয় (১৯৬৭), টগরা দারুল ইসলাম আলিম মাদ্রাসা (১৯৫৫), বিজিএম মহিলা দাখিল মাদ্রাসা (১৯৮০)।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস