Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জুন ২০১৮ সভার নোটিশ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

ইন্দুরকানী, পিরোজপুর।

স্মারক নং-05.10.7990.007.06.001.2018-৩৯৬                                                 তারিখ: ২০/06/2018 খ্রিঃ।

সভার নোটিশ

       সম্মানিত সকল সদস্যের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইন্দুরকানী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির জুন/২০১৮ খ্রিঃ মাসের সভা আগামী ২৬/০৬/২০১৮ খ্রিঃ তারিখ মঙ্গলবার সকাল ১০.৩০ টায় উপজেলা নির্বাহী অফিসার, ইন্দুরকানী, পিরোজপুর এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

উক্ত সভায় উপস্থিত থাকার জন্য আপনাকে অনুরোধ করা হলো।

আলোচ্য বিষয়ঃ ক) বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন।

                  খ) আইন শৃংখলা পরিস্থিতি সম্পর্কে আলোচনা।

                  গ) বিবিধ।

                                                                                                                    (রাজিব আহমেদ)

                                                                                                               উপজেলা নির্বাহী অফিসার

                                                                                                                ইন্দুরকানী, পিরোজপুর।

প্রাপক ঃ    -----------------------------------------

-------------------------------------

                ইন্দুরকানী, পিরোজপুর।

           অনুলিপিঃ সদয় অবগতি ও কার্যার্থে-

১। মাননীয় সংসদ সদস্য, ১২৮ পিরোজপুর-২ ও মুখ্য উপদেষ্টা, উপজেলা আইন শৃংখলা কমিটি, ইন্দুরকানী, পিরোজপুর।

২। চেয়ারম্যান, উপজেলা পরিষদ ও উপদেষ্টা, উপজেলা আইন শৃংখলা কমিটি, ইন্দুরকানী, পিরোজপুর।

৩। ভাইস চেয়ারম্যান/ মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ইন্দুরকানী, পিরোজপুর।

৪। অফিস কপি।