প্রতি মাসের কার্যবিবরণী নিচে পিডিএফ ফাইলে দেখুন
জিয়ানগর উপজেলা পরিষদ উন্নয়ন সমন্বয় কমিটির জুন/২০১২ মাসে অনুষ্ঠিত সভার কার্যবিবরণী
সভাপতি ঃ জনাব আব্দুল খালেক গাজী
চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) উপজেলা পরিষদ
জিয়ানগর, পিরোজপুর।
তারিখ ও সময় ঃ ২৫/০৬/২০১২ খ্রিঃ। সকাল ১১.০০ ঘটিকায়
স্থান ঃ উপজেলা পরিষদ সভাকক্ষ।
সভায় উপস্থিত সদস্যবৃন্দের নামের তালিকা (পরিশিষ্ট-‘‘ক’’ ও পরিশিষ্ট-‘‘খ’’)
সভাপতি অদ্যকার সভায় উপস্থিত সকল সদস্যকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। সভার প্রারম্ভে ৩০/০৫/২০১২ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত সভার কার্যবিবরণী পাঠ করে শোনানো হয় এবং তাতে কোন সংশোধনী না থাকায় কার্যবিবরণী সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। অতঃপর উপজেলা পরিষদ উন্নয়ন সমন্বয় সভার বিভিন্ন বিভাগের উন্নয়ন কার্যক্রমের উপর নিন্মোক্ত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।ঃ
নং | বিভাগ | আলোচনা | সিদ্ধান্ত | বাস্তবায়নে |
|
১ | উপজেলা প্রকৌশলী বিভাগ | উপজেলা প্রকৌশলী সভায় জানান যে, ২০১১-১২ অর্থ বৎসরে অর্থ দ্বারা ১৬টি পিআইসি এর মাধ্যমে প্রকল্প নেয়া হয় এবং ১৬টি প্রকল্পের কাজই ১০০% সম্পন্ন হয়েছে। তিনি আরো জানান যে, দরপত্রের মাধ্যমে ১১টি প্যাকেজের প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। তবে অতি বর্ষার কারণে ৩/৪টি প্রকল্পের ফিনিসিং এর কাজ চলছে। যাহা ২৮শে জুনের মধ্যে সমাপ্ত হবে। এছাড়া বিভাগীয় কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে। | ২৮শে জুন/১২ এর মধ্যে সমস্ত কাজ শেষ করতে হবে। | উপজেলা প্রকৌশলী, জিয়ানগর |
|
২ | উপজেলা স্বাস্থ্য বিভাগ | উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, জিয়ানগর সভায় জানান যে, দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে। ২জুন ভিটামিন এ প্লাস ক্যামপেইন সকলের সার্বিক সহযোগিতায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। |
|
| |
৩ | উপজেলা কৃষি বিভাগঃ | উপজেলা কৃষি কর্মকর্তা, জিয়ানগর সভায় জানান যে, | - | - | |
৪ | উপজেলা মৎস্য বিভাগঃ | উপজেলা মৎস্য অফিসার , জিয়ানগর সভায় জানান প্রকৃত মৎস্যজীবীদের সনাক্তকরণ, নিবন্ধনকরণ ও পরিচয়পত্র প্রদান বিষয় ০৩টি ইউনিয়নে ০৩টি সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।এ সভায় জেলা মৎস্য কর্মকর্তা পিরোজপুর, চেয়ারম্যান, উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী অফিসার জিয়ানগর, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, মৎস্যজীবীর প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন স্তরের জনগণ উপস্থিত ছিলেন। তিনি আরো জানান যে, মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় বলেশ্বর ও কচানদীতে অভিযান পরিচালনা করে ১৫টি বাঁধাজাল আটক করে উপজেলা পরিষদ চত্বরে প্রকাশ্য জনসম্মুখে আগুনে পুড়ে বিনষ্ট করা হয়েছে।ইহা ছাড়া হাট বাজার, মৎস্যডিপো, সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া আগামী ৭-১৩ জুলাই সারাদেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হবে। এব্যাপারে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়া দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে। | মোবাইল কোর্ট পরিচালনা আরও জোরদার করতে হবে। | উপজেলা মৎস্য অফিসার(ভারপ্রাপ্ত) জিয়ানগর। | |
৫ | উপজেলা প্রানি সম্পদ বিভাগঃ | উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, সভায় অনুপস্থিত থাকায় তার দপ্তর সম্পর্কে আলোচনা করা সম্ভব হয়নি। |
| - | |
৬ | উপজেলা শিক্ষা বিভাগঃ | উপজেলা শিক্ষা অফিসার, জিয়ানগর জানান যে, বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা ফজিলাতুনেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট২০১২ এর উপজেলা পর্যায়ের খেলা বিগত ১৮-০৬-২০১২ তারিখ এবং ১৯-০৬-১২ তারিখ সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। খেলা কমিটির সম্মানিত সভাপতি মহোদয় এবং উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়া উপবৃত্তির ৪র্থ কিস্তির বরাদ্দ পাওয়া গেছে। জুলাই/১২ মাসের দ্বিতীয় সপ্তাহে বিতরণ কার্যক্রম শুরু করা হবে। উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা যখন বিভিন্ন কাজে মাঠ পর্যায়ে যান তখন প্রাথমিক বিদ্যালয়গুলো পরিদর্শন করার জন্য তিনি অনুরোধ জানান। বিভাগীয় কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে। |
| - | |
৭ | উপসহকারী প্রকৌশল (জনস্বাস্থ্য) বিভাগঃ | উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) সভায় অনুপস্থিত থাকায় তার দপ্তর সম্পর্কে আলোচনা করা সম্ভব হয়নি। |
|
| |
৮ | উপজেলা সমাজসেবা বিভাগঃ | উপজেলা সমাজসেবা অফিসার (ভাঃপ্রাঃ) সভায় জানান যে, ২০১১-১২ অর্থ বছরন সকল ভাতার মধ্যে মুক্তিযোদ্ধা সম্মানীভাতা, বয়স্কভাতা,বিধবা ভাতা এবং প্রতিবন্ধীভাতার সকল অর্থ বিতরণ করা শেষ হয়েছে। কেবল প্রতিবন্ধী উপবৃত্তি ৩য় কিস্তি পর্যন্ত বিতরণ করা হয়েছে। আগামী ৩০ জুনের মধ্যে সকল উপবৃত্তি বিতরণ করা হবে। এছাড়া ঋণকার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে। | - | - | |
৯ | উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগঃ | উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জিয়ানগর সভায় জানান যে, জানুয়ারী-জুন/১২ সেমিস্টারের উপবৃত্তির চূড়ান্ত তালিকা পাওয়া গেছে। উক্ত তালিকায় অনেক ভুলত্রুটি আছে। উক্তর ভুলত্রুটি সংশোধনের কাজ চলছে। সেকায়েপ প্রকল্পের আওতায় অত্র উপজেলার ২টি প্রতিষ্ঠানে টুইন ল্যাট্রিন নির্মণ ও টিউবওয়েল স্থাপনেরকাজ সমাপ্ত হয়েছে। বিল পরিশোধ করা হয়েছে।বিভাগীয় কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে। |
| -
| |
১০ | উপজেলা যুব উন্নয়ন বিভাগঃ | উপজেলা যুব উন্নয়ন অফিসার, জিয়ানগর এর প্রতিনিধি সভায় জানান যে, চলতি মাসে বেকার যুবদের দক্ষতা উন্নয়নমূলক কৃষি বিষয়ের উপর প্রশিক্ষণ চলছে। এছাড়া আত্মকর্মসংস্থান মূলক প্রকল্প গ্রহণে উদ্বুদ্ধকরণ, যুব ঋণ প্রদান ইত্যাদি কার্যক্রম গ্রহণ করা হয়েছে। প্রশিক্ষণগ্রহণকারী একজন যুবদের মাঝে ৫০,০০০/- টাকা যুবঋণ বিতরণ করা হয়েছে। দাপ্তরিক অন্যান্য কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে। |
|
| |
১১ | উপজেলা মহিলা বিষয়ক বিভাগঃ | উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিয়ানগর সভায় জানান যে, অত্র উপজেলায় ৩টি ইউনিয়নে সামাজিক নিরাপত্তামুলক কার্যক্রম ভিজিডি ২০১১-১২ চক্রের কার্যক্রম সাফল্যের সহিত পরিচালিত হচ্ছে এবং এলাকার গরিব, অসহায় মহিলারা এর মাধ্যমে উপকৃত হচ্ছে। তিনি আরো জানান যে, ঋণ কার্যক্রমের আওতায় ফিল্ড পর্যায় কোন ক্রেডিট সুপারভাইজার নাই। যার পলে ঋণকার্যক্রম পরিচালনা করা খুব কষ্টসাধ্য হয়ে পড়ছে। ঋণ আদায়ের হার৭৫%।মাতৃত্বকাল ভাতা ডিসেম্বর/১২মাস পর্যন্ত বিতরণ করা হয়েছে। পরবর্তী মাসগুলোর ভাতা বরাদ্দ সাপেক্ষে বিতরণ করা হবে। এছাড়া দাপ্তরিক অন্যান্য কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে। | - | - | |
১২ | উপজেলা সমবায় বিভাগঃ | উপজেলা সমবায় অফিসার, জিয়ানগর সভায় জানান যে, জুন/১২মাসে পাড়েরহাট আশ্রায়ন প্রকল্পে ঋণ আদায় ৯,৫৮২/- টাকা। দাদনকৃত ৮,৭৫,০০০/- টাকার মধ্যে মোট আদায় ৪,০৫,৪২৫/- টাকা। অনাদায়ী ৪,৪৯,০২৮/- টাকা। ঋণ খেলাপী ৩৫টি পরিবার। ঋণ দাদন ১০৫টি পরিবার। ঋণ গৃহীতা ২ জন ইতোমধ্যে মারা গেছে। ঋণ আদায়ের হার ৫৫%। দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে। |
| - | |
১৩ | উপজেলা বন বিভাগঃ | ভারপ্রাপ্ত কর্মকর্তা, সামাজিক বন বিভাগ, সভায় জানান যে, বিগত ২০১০-১১ সনে রোপিত ১৫কিঃমি বাগানের শুন্যস্থান পুরণসহ রক্ষণাবেক্ষণ কাজ চলছে। প্রতিষ্ঠানে ও বসতবাড়ী/ খামার ভূমিতে নারকেল, সুপারী,ফলজ বনজ চারা রোপনের কর্মসূচি রয়েছে। যে সকল প্রতিষ্ঠানে ঘেরাবেড়া রয়েছে সেসকল প্রতিষ্ঠানে অগ্রাধিকার ভিত্তিতে চারা রোপন করা হবে। এছাড়া বসতবাড়ী/ খামার ভুমিতে নূন্যতম ১০০টি চারা রোপনে উপযুক্ততা থাকলে সেসকল জায়গায় চারা রোপনের নির্দেশনা রয়েছে। এব্যাপারে তিনি উপজেলা চেয়ারম্যান সহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সহযোগিতা কামনা করেন। |
|
|
১৪ | উপজেলা পল্লী উন্নয়ন বিভাগঃ | উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, জিয়ানগর সভায় জানান যে, পেশাভিত্তিক প্রশিক্ষণ শেষ হয়েছে। একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমিতির সদস্যদের নিকট থেকে সঞ্চয় আদায় জোড়দার করা হয়েছে। সমিতির সদস্যদের ইউনিয়ন ভিত্তিক একত্রিত করে ৩টি ইউনিয়নে ব্যাপক প্রচার করা হয়েছে। সঞ্চয় জমা দেয়ার জন্য ২০০/- টাকা জমা দিলে ৪০০/- টাকা পাবে এবং ৬০০/- টাকা জমা দিলে ৬০০/- টাকা বোনাস সঞ্চয় পাবে প্রতিটি সদস্য। প্রতিনিটি ইউনিয়নের সমাবেশে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত ছিলেন। সমিতির সদস্যগণ সঞ্চয় জমা প্রদানের অঙ্গীকার করেন। সঞ্চয় আদায় হয়েছে ১৩.৪০ লক্ষ টাকা।এছাড়া অন্যান্য কাজ সুষ্ঠুভাবে চলছে। | - | - | |
১৫ | উপজেলা খাদ্য বিভাগঃ | উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সভায় অনুপস্থিত থাকায় তার দপ্তর সম্পর্কে আলোচনা করা সম্ভব হয়নি। |
| - | |
১৬ | উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগঃ | উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার(ভাঃপ্রাঃ), জিয়ানগর, সভায় জানান যে, জিয়ানগর উপজেলায় মোট সক্ষম দম্পতি ১৩৯৫১। স্থায়ী পদ্ধতি ০২ জন, ইমপ্ল্যান্ট ২০ জন, আই,ইউ,ডি ৮ জন, ইনজেকটেবল ৫৬৮। গর্ভবতী পরিচর্যা ৮৩জন, ডেলিভারী ৪ জন, গর্ভত্তোর পরিচর্যা ২৩ জন, শিশু ৫৮৪ জন, সর্বমোট গ্রহণকারী ১০৪১৫ জন। গ্রহণকারীর হার ৭৫%। এছাড়া বিভাগীয় কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। | দম্পতিদের পরামর্শ ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। | উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার(ভাঃ প্রাঃ), | |
১৭ | উপজেলা প্রকল্প বাস্তবায়নবিভাগঃ | উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সভায় জানান যে, দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে। ২০১১-১২ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর ২য় পর্যায় সাধারণ ও বিশেষ) কর্মসূচির আওতায় ১২০.৫৮৫৫ মেঃ টন চাল বরাদ্দ পাওয়া গেছে। উক্ত বরাদ্দ হতে ৯২টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। কাজ চলছে। প্রকল্পের কাজ আগামী ৩০জুনের মধ্যে শেষ করার জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানান। |
|
| |
১৮ | উপজেলা আনসার ও ভিডিপি বিভাগঃ | উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জিয়ানগর সভায় জানান যে, ২০১১-১২ অর্থ বছরের প্রশিক্ষণ নির্দেশিকা অনুসারে প্রশিক্ষণ শেষ হয়েছে। এছাড়া দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে। |
| -- | |
১৯ | উপজেলা পরিসংখ্যান বিভাগঃ | উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সভায় অনুপস্থিত থাকায় তার দপ্তর সম্পর্কে আলোচনা করা সম্ভব হয়নি। |
|
| |
২০ | পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনঃ | উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা সভায় জানান যে, আমরা সাধারণত ২টি প্রকল্পেরকাজ করে থাকি। প্রথমটি হলো ক্ষুদ্র ঋণ প্রকল্প। ক্ষুদ্রঋণ প্রকল্পে সাধারণত গরীব, অবহেলিত,ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করা হয়। সৌরশক্তি প্রকল্পে সাধারণত বিদ্যুতের সুবিধা থেকে বঞ্চিত লোকদের মাঝে সৌরশক্তি সিস্টেম স্থাপন করা হয়। বর্তমান মাসে ঋণ আদায় হয়েছে ১৫.৭৩ লক্ষ। তাছাড়া ৯০ জন সদস্যের মধ্যে ১৬.৩৪ লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। ঋণ আদায় হার ৯৮%। দাপ্তরিক অন্যান্য কাজকর্ম সুষ্ঠুভাবে চলছে। |
| -- | |
বিবিধঃ ১। উপজেলা প্রকৌশলী সভায় জানান যে, নন-গেজেটেড কোয়াটারের এর ৩নং ইউনিটটির বিদ্যুৎ লাইন অকেঁজো হয়ে গেছে। এছাড়া বিভিন্ন জায়গার প্লাস্টার খসে পড়তেছে। যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। তাই উক্ত বিদ্যুৎ লাইন ও প্লাস্টার জরুরি ভিত্তিতে সারানো একান্ত প্রয়োজন। উক্ত কাজ বাস্তবায়ন করতে প্রায় ১৫,০০০/- (পনে হাজার) টাকা খরচ হবে।
সিদ্ধান্তঃ বিস্তারিত আলোচনান্তে জরুরি ভিত্তিতে নন-গেজেটেড কোয়াটারের বিদ্যুৎ লাইন ও অন্যান্য মেরামত করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং উক্ত খরচের টাকা উপজেলা রাজস্ব তহবিল হতে বহন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
২। উপজেলা নির্বাহী অফিসার সভায় জানান যে, উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায়, আইন শৃঙ্খলা সভাসহ অন্যান্য সভা পরিচালনার জন্য একটি মাইক রয়েছে। মাইকটি সম্প্রতি নষ্ট হয়েছে। উক্ত মাইকটি সারানো একান্ত প্রয়োজন। উহা সারাতে প্রায় ৪৫০/- (চারশত পঞ্চাশ) টাকা ব্যয় হবে।
সিদ্ধান্তঃ বিস্তারিত আলোচনান্তে উক্ত টাকা উপজেলা রাজস্ব তহবিল হতে বহন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় আর কোন আলোচ্য বিষয় না থাকায় সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সভায় সদস্যদের আরো উদ্দ্যোগী হয়ে জনগণের সেবায় আত্মনিয়োগ করে স্ব-স্ব কার্যক্রমে আরো গতিশীল করার অনুরোধ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
(আব্দুল খালেক গাজী)
চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)
উপজেলা পরিষদ
জিয়ানগর, পিরোজপুর।
স্মারক নংঃ০৫.৮৬৮.০০৬.০৫.০০.০০২.২০১০- তারিখঃ ২৫/০৬/২০১২ খ্রিঃ
অনুলিপিঃ সদয় জ্ঞাতার্থে প্রেরণ করা হলোঃ
১। মাননীয় সংসদ সদস্য, পিরোজপুর-১।
২। জেলা প্রশাসক, পিরোজপুর।
৩। সিনিয়র সহকারী সচিব, প্রশাসন-২, মন্ত্রিপরিষদ বিভাগ, ঢাকা।
৪। সিনিয়র সহকারী সচিব, স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, উপ-২ শাখা, ঢাকা।
স্মারক নংঃ০৫.৮৬৮.০০৬.০৫.০০.০০২.২০১০- তারিখঃ ২৫/০৬/২০১২ খ্রিঃ
১। ভাইস চেয়ারম্যান, (পুরম্নষ/মহিলা) উপজেলা পরিষদ, জিয়ানগর, পিরোজপুর।
২। উপজেলা...................................... কর্মকর্তা, জিয়ানগর, পিরোজপুর।
৩। অফিসার ইন চার্জ, জিয়ানগর থানা।
৪। চেয়ারম্যান,..........................................ইউপি, জিয়ানগর (সকল)।
৫। সভাপতি/সম্পাদক, উপজেলা প্রেস ক্লাব, জিয়ানগর, পিরোজপুর।
৬। জনাব/বেগম.....................................................জিয়ানগর, পিরোজপুর।
(সিদ্ধার্থ শংকর কুন্ডু)
উপজেলা নির্বাহী অফিসার
জিয়ানগর, পিরোজপুর।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS